Logo

ক্যাম্পাস

শিক্ষকদের গবেষণামুখী কাজে মনোযোগী হতে হবে : জবি উপাচার্য

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:২৩

শিক্ষকদের গবেষণামুখী কাজে মনোযোগী হতে হবে : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, শিক্ষকদের গবেষণামুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে অধিকতর মনোযোগী হতে হবে। পাশাপাশি একাডেমিক কার্যক্রম যেন সময়মতো ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে বিষয়েও সজাগ থাকতে হবে।

রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে শিক্ষক সমিতির আয়োজনে এমফিল, পিএইচডি ও বিদেশি মাস্টার্স ডিগ্রি অর্জনকারী এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, দীর্ঘদিনের নানা সংকট ও চ্যালেঞ্জ পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সবসময়ই শিক্ষক ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে আসছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নানামুখী বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষক সমিতির সহযোগিতায় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

‎অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে প্রতিটি সংবর্ধিত শিক্ষককে একটি করে বৃক্ষচারা উপহার দেওয়া হয়।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর