Logo

ক্যাম্পাস

ঢাবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মরণ সভা

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:৫৫

ঢাবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মরণ সভা

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) সকালে কলা ভবনের অধ্যাপক সুকোমল বড়ুয়া লেকচার হলে এই আয়োজন করে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ।

‘স্মৃতিতে ভাস্কর রক্তাক্ত জুলাই: সাম্য ও মানবতার বাংলাদেশ’ শীর্ষক স্মরণসভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. শান্টু বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলিপ কুমার বড়ুয়া। উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রদীপ প্রজ্বালন করা হয়।

সভায় স্বাগত বক্তব্যে ড. শান্টু বড়ুয়া বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য আমাদের গভীর শ্রদ্ধা। যাঁরা শাহাদাত বরণ করেছেন এবং যাঁরা এখনো অসুস্থ অবস্থায় আছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানাই।’

তিনি আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরা হল পেয়ে বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, যা আগে ছিল না। এই পরিবর্তন এসেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই।’

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘দীর্ঘ দেড় দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাসিবাদী শাসনের নির্মমতা সহ্য করেছে। ভোটাধিকার হরণ, বিচার বিভাগের দলীয়করণ, গুম-খুন, চাঁদাবাজি, বিদেশে অর্থপাচার-সব কিছুর চূড়ান্ত প্রতিবাদই ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থান।’

অধ্যাপক ড. দিলিপ কুমার বড়ুয়া বলেন, ‘জুলাই বিপ্লব শুধু শিক্ষার্থীদের নয়, সাদা দলের শিক্ষকদেরও আত্মত্যাগের ফল। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমানসহ অনেক শিক্ষক জীবন ঝুঁকি নিয়ে আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন।’

তিনি বলেন, ‘আমাদের সহকর্মীরাই আমাদের নাম গুমের তালিকায় তুলে দিয়েছিল। কিন্তু আমরা পিছু হটিনি। এই আন্দোলনের শহীদদের অবদান কখনো ভুলবো না।’

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বেলুরানী বড়ুয়া, সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, সহকারী অধ্যাপক রত্না রানী দাস, সহকারী অধ্যাপক রোমানা পাপড়ি, প্রভাষক আফতাবুল ইসলাম তন্ময় এবং বিভাগের শিক্ষার্থীরা।

  • এমএমআই/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর