Logo

ক্যাম্পাস

বেরোবিতে ছাত্র উপদেষ্টা-প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপের মুখে সমন্বয়করা

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:০২

বেরোবিতে ছাত্র উপদেষ্টা-প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপের মুখে সমন্বয়করা

ছবি : বাংলাদেশের খবর

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রাখায় সমন্বয়করা তোপের মুখে পড়েছেন।

রোববার (২০ জুলাই) বিকেলে বাগছাস রংপুর মহানগর সদস্য সচিব হাজিমুল হক ও জেলা কমিটির মুখপাত্র রুম্মানুল ইসলামসহ কয়েকজন সমন্বয়ক এ কর্মসূচি পালন করেন।

তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদল ও শিবির প্রকাশ্যে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

বেরোবির উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের ৭৫ একরে রাজনীতি নিষিদ্ধ। তিনি নিজেই রাজনীতি বন্ধে কাজ করছেন এবং এর আগে কমিটি গঠন করে কয়েকজনকে শোকজ দিয়েছেন। বাহিরের রাজনীতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে না।

এদিকে, বেরোবি শাখা ছাত্রদল শিক্ষকদের অবমাননা হওয়ায় প্রতিবাদ জানায়। শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, কিছু সমন্বয়ক শিক্ষকদের ও তাদের পরিবারের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। এছাড়া ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান লেখার পেছনে সমন্বয়কদের নাম জড়িত থাকার অভিযোগও করেছেন তিনি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর