মাইলস্টোনে বিমান দুর্ঘটনা
নিহতদের স্মরণে কুবিতে গায়েবানা জানাজা, দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৫৩

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুবিতে গায়েবানা জানাজা, দোয়া মাহফিল। ছবি : বাংলাদেশের খবর
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা পড়ান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতুল ইসলাম।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, সোমবার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয় এবং অনেক ছোট শিশু মারা যায়। আমরা সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারিনি। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গায়েবানা জানাজার আয়োজন করেছি। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রাহিম বলেন, মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনেকেই আহত ও নিহত হয়েছেন। আমরা নিহতদের শহীদের মর্যাদা প্রাপ্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
এমবি