পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির ‘টিম নেক্সাস’

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৪৪
-687f798fb7559.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘ইন্টার-ইউনিভার্সিটি আইএফআরএস পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম নেক্সাস’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘টিম ইনসাইট’ এবং ‘টিম কন্ট্রোল’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে।
সোমবার (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যাকাউন্টিং বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল অংশ নেয়। প্রতিযোগিতার সহযোগী ছিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু বইভিত্তিক জ্ঞান নয়, বরং ব্যবহারিক ও সৃজনশীল দক্ষতাও বৃদ্ধি করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা টিমওয়ার্ক, সমস্যা সমাধানের সক্ষমতা ও কর্পোরেট বাস্তবতা সম্পর্কে জ্ঞান অর্জন করে যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে কাজে লাগবে।’
একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি-এর সভাপতি এন.কে.এ মবিন, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ এবং আইসিএবি-এর কাউন্সিল সদস্য মো. শফিকুল আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আমিরুস সালাত।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS) বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। একইসঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক এবং ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ সৃষ্টির উদ্দেশ্যও এতে ছিল।
প্রতিযোগিতার শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের ক্যারিয়ার গঠনে বাস্তবভিত্তিক প্রস্তুতিতে অনুপ্রাণিত করে।
এমএমআই/এমএইচএস