Logo

ক্যাম্পাস

কুবির উদ্যোক্তা মেলায় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ব্যতিক্রম আয়োজন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৭

কুবির উদ্যোক্তা মেলায় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ব্যতিক্রম আয়োজন

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা 'উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সের অংশ হিসেবে একটি বিশেষ উদ্যোক্তা মেলার আয়োজন করেছে। 

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে  এই মেলা আয়োজন করা হয়েছে।

এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক ধারণা তৈরি, পরিকল্পনা ও উপস্থাপনের অভিজ্ঞতা অর্জন করেছে। ৯টি দলীয় স্টলে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের নিজ নিজ ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন এবং নিজেদের পণ্য বিক্রি করেন। পণ্যের মধ্যে ছিল- বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি, রূপচর্চার পণ্যসহ আরও অনেক কিছু। মেলায় ক্রেতা হিসেবে এসেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরাও এসে পণ্য ক্রয় করেছেন। 

দলীয় স্টলে অংশ নেওয়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীহুল ইসলাম বলেন, ‘আমাদের 'উদ্যোক্তা উন্নয়ন' কোর্সের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা। যেখানে প্রতিটি দল তাদের নিজস্ব ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করছে। আমাদের দল এবারে একটু ভিন্নভাবে চিন্তা করেছে-  আমরা চা বিক্রিকে শুধু একটি পণ্য নয়, বরং একটি স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ হিসেবে উপস্থাপন করছি। আমরা পাঁচ ধরনের স্বাস্থ্যসম্মত চা (মোরিঙ্গা, গ্রিন টি, ব্ল্যাক টি, মাসালা চা এবং তুলসি চা) পরিবেশন করছি, যা কেবল স্বাদের জন্য নয়, বরং শরীরের জন্য উপকারীও। আমরা শুধুমাত্র চা পরিবেশন করিনি, বরং প্রতিটি চায়ের উপকারিতা ব্যাখ্যা করে একটি ইনফরমেটিভ ও ইভল্যুশন-ভিত্তিক প্রেজেন্টেশন দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল- ‘ভিন্ন স্বাদের চা, একটাই লক্ষ্য-সুস্থ জীবন!’

আরেক শিক্ষার্থী ট্রপা বড়ুয়া বলেন, ‘আমরা জুয়েলারি স্টল দিয়েছি কারণ আমরা মনে করি প্রতিটা মেয়ে সুন্দর, সেই সৌন্দর্য আরও বেড়ে যায় যখন তারা জুয়েলারি পরিধান করে। সেজন্য আজকে আমাদের টার্গেট ক্রেতা হচ্ছে মেয়েরা এবং আমাদের পণ্যের মূল্য আমরা যতটুকু সম্ভব কম রেখেছি। আমরা যাতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারি, আজকের মেলা তারও একটি ছোট অংশ।’

মেলায় পরিদর্শনে আসা ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদ নূর বলেন, ‘আজকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এই আয়োজন থেকে আমি আশ্চর্য হয়েছি এবং অনেক বেশি আপ্লুত হয়েছি এই জন্য যে, আজকে অনেক তরুণ উদ্যোক্তাদের মিলনমেলা হয়েছে। আমি মনে করি, সফলভাবে আজকের আয়োজনটি করতে পেরেছে এবং এই ধরনের আয়োজন বেশি বেশি হওয়া উচিত। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য প্রতিমাসে এই ধরনের মেলার আয়োজন করা উচিত। যারা আজকে এই আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই!’

‘উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সের শিক্ষক ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী শিক্ষক তমা সাহা বলেন, ‘আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা বিষয়ে শেখার পাশাপাশি বাস্তব জীবনের সাথে পরিচিত হতে পারবে। বাস্তব জীবনের যেকোনো কিছু কঠিন, সে কঠিন বিষয়কে কীভাবে অতিক্রম করা যায়, তার বাস্তবিক ধারণা দেওয়ার জন্য আজকের এই আয়োজন। ভবিষ্যৎ অনিশ্চিত! আমার উদ্দেশ্য ছিল তারা যেন অনিশ্চিত ভবিষ্যতকে মোকাবিলা করতে পারে। তাই পুথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবিক জ্ঞান দেওয়া, যাতে তারা সেই সময় নিজেদের শক্ত রাখতে পারে। এই বাস্তবিক জ্ঞানগুলো তারা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারে। পরিশেষে আমি শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করছি।’

  • ইমতিয়াজ রিফাত/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর