উত্তরার দুর্ঘটনায় ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের শোক র্যালি

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৫৩
-6880db5d0abd7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় জামালপুরে শোক র্যালি ও আলোচনা সভা করেছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বুধবার (২৩ জুলাই) সকালে শহরের ফৌজদারি মোড় থেকে শোক র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শহীদুর রহমান খান, ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার গোলাম মাওলা, প্রক্টর মিনহাজ উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইচ উদ্দিন, ডেপুটি নিয়ন্ত্রক ফজলে রাব্বী রুশো এবং শাহজামাল (র.) হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল।
বক্তারা বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের এই মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয় বিদারক করেছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সংবেদনশীলতা কাম্য।’
আলোচনা সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ২৯ জন নিহত এবং অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর অগ্নিদগ্ধ হন। দেশের ইতিহাসে এটি একটি অন্যতম বেদনাদায়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এআরএস