Logo

ক্যাম্পাস

ঢাকায় জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৩৫

ঢাকায় জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কী করে?’, ‘No need to stay, Go back UN’, ‘সমকামিতাসহ পশ্চিমা সকল এজেন্ডাকে রুখে দাও’, ‘মানবাধিকারের নামে রাজনৈতিক দখলদারিত্ব বন্ধ কর’— ইত্যাদি লেখা দেখা যায়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পথ তৈরি হতে পারে। এতে দেশের সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার শঙ্কা রয়েছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাফওয়ান বলেন, আমরা এ দেশের ধর্মপ্রাণ জনগণের পক্ষ থেকে বলছি, এই কমিশন কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাই, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে এই কার্যক্রম বাতিল করুন।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নেহাল আহমেদ বলেন, মানবাধিকার অফিসের নামে বিদেশি হস্তক্ষেপ দেশের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকারকে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে জাতিসংঘের কার্যক্রম বন্ধের দাবি জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • মো. আবদুল্লাহ আল নাঈম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর