Logo

ক্যাম্পাস

জবিতে তরুণ কলাম লেখক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৩২

জবিতে তরুণ কলাম লেখক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। 

এ উপলক্ষে ‎বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। ‎

‎এ সময় শিক্ষার্থীরা ‘শুভ শুভ শুভ দিন, তরুণ কলামের জন্মদিন’, ‘সপ্ত বছরে পদার্পণ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’, ‘দেশপ্রেম নির্ভীক, জগন্নাথের কলাম সৈনিক’— ইত্যাদি স্লোগান দেন।

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের অন্তরে দেশ ও মানবতার ভালোবাসা জাগিয়ে তোলে। লেখার মাধ্যমে সত্য তুলে ধরার সাহস শেখায়। আমরা গর্বিত এমন একটি সৃজনশীল সংগঠনের অংশ হতে পেরে।

‎সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, এই ফোরামের হাত ধরে শত শত তরুণের সুপ্ত প্রতিভা জেগে উঠছে। দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যুক্ত আছে, যারা কলমের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে। আমাদের স্বপ্ন, একদিন এই সংগঠন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে নেতৃত্বে।

এ সময় সংগঠনটির প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • জান্নাতুন/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর