ইস্টার্ন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২০:৪১

ইস্টার্ন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবর ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষাবিদ উপস্থিত থেকে তাদের গবেষণা উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
সমঝোতা স্মারকে ইস্টার্ন ইউনিভার্সির পক্ষে স্বাক্ষর করেন গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিচালক ডিসটিংগুইশড প্রফেসর ড. মো. আব্বাস আলী খান এবং আইওইউ’র পক্ষে স্বাক্ষর করেন গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. আফরোজা বুলবুল।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আইওইউ’র ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান (যুক্তরাজ্য) এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান (অস্ট্রেলিয়া)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা।