Logo

ক্যাম্পাস

ইবিতে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৭:০০

ইবিতে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’।

শুক্রবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের ১১৬ নম্বর কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ইবি শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থীরা। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, বৈছাআ ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায়, গোলাম রাব্বানী ও ইবি ডিবেটিং সোসাইটির সদস্যসচিব দিদারুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন বিটিভি বিতর্ক নির্দেশক নাজমুল হুদা আজাদ, সাবেক টিভি বিতার্কিক মো. খালিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল বিতর্ক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ ও আইইউডিএস’র সাবেক আহ্বায়ক নোমান ইবনে বাশার।

বৈছাআ’র শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে এ বিতর্ক আয়োজন করা হয়েছে। যার মৃত্যুই জুলাইয়ের আন্দোলনে মোড় ঘুরিয়ে দেয়। ২০১৭ সালের পর দীর্ঘ সময় ইবিতে আন্তঃবিভাগ বিতর্ক হয়নি। এবার আমরা সেই শূন্যতা পূরণের উদ্যোগ নিয়েছি। প্রতিযোগিতা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় সৃষ্টিশীলতার জায়গা, জ্ঞান-বিজ্ঞান বিকাশের জায়গা। বিতর্ক প্রতিযোগিতা এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আরও বেশি আয়োজন করা দরকার। অনেকদিন পর হলেও জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আমরা এমন একটি আয়োজন শুরু করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আরও এমন বিতর্ক হবে। এ বিতর্কের মাধ্যমে যার যার মতামত ও যুক্তি তুলে ধরা যাবে। এর মাধ্যমে ক্যাম্পাসে একটি সহমর্মিতার পরিবেশ তৈরি হবে। স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সৃষ্টি হবে এবং সবাই মিলে একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারব—এটাই প্রত্যাশা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর