ইবিতে মুজিববাদের নিদর্শন সরাতে ২০ ঘণ্টার আলটিমেটাম

ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:২৬
-68843ce6b8bad.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুজিববাদের ‘অপতৎপরতার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মুজিববাদের নিদর্শন সরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২০ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন স্লোগানের পাশাপাশি বক্তারা অভিযোগ করেন, ‘জুলাই বিপ্লবের পরও প্রশাসন মুজিববাদের নিদর্শন সরাতে কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং বিশ্ববিদ্যালয়কে আবারও অস্থির করার পাঁয়তারা চলছে।’
ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘ইন্টেরিম সরকার ছাড় দিয়েছে, আমরাও দিয়েছি। কিন্তু এবার মুজিববাদের কবর দিতে হবে।’
সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘প্রধান ফটকের মুজিববাদের প্রতীকসহ সব নিদর্শন ২০ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। প্রশাসন ব্যর্থ হলে আমরা নিজেরা ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার পরিবেশ রক্ষায় আমরা গত এক বছরে অনেক ছাড় দিয়েছি। কিন্তু যারা গণহত্যা সমর্থন করে, তাঁদের ইবিতে থাকার অধিকার নেই।’
ইবি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এআরএস