Logo

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএলের আত্মপ্রকাশ

Icon

‎জবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৫:৪৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএলের আত্মপ্রকাশ

‎দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফিটেরিয়ায় জুলাই বিপ্লবে শহীদ ওসমানের পিতা আবদুর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। 

এতে ‎ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য সচিব করে ৫৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় (আহ্বায়ক) কমিটি ঘোষণা করা হয়েছে। 

‎সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান জাতীয় চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেছে। এই আকাঙ্ক্ষা রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে পুনর্গঠন করবে বলে আমরা আশাবাদী। এই প্রেক্ষাপটে ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন হিসেবে জন্ম নিয়েছে, যা শিক্ষকদের মর্যাদা, একাডেমিক সততা, গবেষণায় উৎকর্ষতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নিতে কাজ করবে।

‎শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউটিএল কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি আন্দোলনও বটে। যে সকল শিক্ষক বিশ্বাস করেন যে, শিক্ষকগণ জাতির উচ্চতর আকাঙ্ক্ষা পূরণে পথপ্রদর্শক; আর সুশিক্ষা সমাজকে ন্যায় ও নৈতিকতার পথে নিয়ে যেতে পারে, ইউটিএল তাদেরই সংগঠন। আসুন, আমরা গড়ে তুলি একটি পেশাদার, নৈতিক ও জাতীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষকসমাজ।

‎এ সময় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনিয়র অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষাবিদ, জুলাইয়ে হতাহতদের পরিবারের সদস্যগণ এবং সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জেএন/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর