Logo

ক্যাম্পাস

ঢাবির এফআর হলে অধূমপায়ী শিক্ষার্থীদের কক্ষে ধূমপায়ীদের সিট নয়

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২১:৫৫

ঢাবির এফআর হলে অধূমপায়ী শিক্ষার্থীদের কক্ষে ধূমপায়ীদের সিট নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ.এফ. রহমান হলের অধূমপায়ী শিক্ষার্থীদের কক্ষে ধূমপায়ী শিক্ষার্থীদের সিট বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ শনিবার (২৬ জুলাই) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘তোমরা যদি নিজেদের কক্ষটিকে ধূমপানমুক্ত কক্ষ হিসেবে চিহ্নিত করতে চাও, তাহলে রুমমেটদের সঙ্গে আলোচনা করে রুম নম্বর কমেন্টে লিখে দাও। তোমাদের কক্ষের বাইরে ধূমপানমুক্ত কক্ষ হিসেবে স্টিকার থাকবে এবং ভবিষ্যতে সে কক্ষে কোনো ধূমপায়ী ছাত্রকে সিট দেওয়া হবে না।’

প্রাধ্যক্ষের এই সিদ্ধান্তের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

হলের শিক্ষার্থী মো. জহিরুল হক তমাল বলেন, ‘প্রাধ্যক্ষের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এটি শুধু অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই নয়, হলে একটি সচেতন ও সহনশীল পরিবেশ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

আরেক শিক্ষার্থী মোবাশ্বির আলম বলেন, ‘একই কক্ষে ধূমপানের অভ্যাস অধূমপায়ী রুমমেটের জন্য অত্যন্ত কষ্টকর। শারীরিক স্বাস্থ্য রক্ষা, কক্ষের পরিবেশ বজায় রাখা এবং সহাবস্থানকে স্বস্তিদায়ক করে তুলতে হলে ধূমপানের বিষয়ে স্পষ্ট নীতিমালা থাকা জরুরি।’

তিনি আরও বলেন, ‘হলের ভেতরে কিছু অলিখিত নিয়ম আগে থেকেই ছিল। এখন সময় এসেছে সেগুলোকে লিখিতভাবে বাস্তবায়নের।’

এর আগে চলতি বছরের জুন মাসে একই হলের প্রাধ্যক্ষ হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেন। সেই সময় তিনি জানান, প্রকাশ্যে ধূমপান করলে ২০০ টাকা জরিমানা এবং মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে।

হল প্রশাসনের ধারাবাহিক এই উদ্যোগকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে বলছেন, অন্যান্য আবাসিক হলেও এমন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত।

এমএমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর