বাকৃবিতে শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বাকৃবি প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:২৪
---2025-07-27T182353-68861a67aad12.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৩২তম “বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্স।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) শ্রেণিকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। সভাপতিত্ব করেন জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক আইরিন আক্তার।
সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান নবনিযুক্ত ২৫ জন শিক্ষককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই প্রশিক্ষণ নতুন শিক্ষকদের পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়ক হবে।’
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আমাদের জাতির গৌরবময় অধ্যায়। শিক্ষক সমাজ যদি ২০২৪-এর গণচেতনা ধারণ না করে, তাহলে জাতি হিসেবে সামনে এগোনো সম্ভব নয়। এ সময় তিনি জিটিআই কর্তৃপক্ষকে প্রশিক্ষণের পাঠ্যসূচিতে গণ-অভ্যুত্থানের চেতনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
প্রসঙ্গত, ৩৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এতে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
- এমআই