Logo

ক্যাম্পাস

সাজিদের স্মৃতিকে ঘিরে ইবিতে প্রতিবাদী আয়োজন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:৪৯

সাজিদের স্মৃতিকে ঘিরে ইবিতে প্রতিবাদী আয়োজন

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর স্মরণে অনুষ্ঠিত হলো স্মৃতিচারণমূলক প্রদর্শনী।

রোববার (২৭ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এ প্রদর্শনীতে তার জীবনের নানা মুহূর্ত ও মৃত্যুপরবর্তী ঘটনা তুলে ধরা হয়।

প্রদর্শনীর নামকরণ করা হয়-‘Echoes of Sajid’। এতে সাজিদের কুরআন তেলাওয়াত, কাওয়ালি সংগীত পরিবেশনের দৃশ্য, চব্বিশের জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানে তাঁর অংশগ্রহণ এবং মৃত্যুর পর বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুহূর্তগুলো প্রদর্শিত হয়।

আয়োজনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সাজিদের মৃত্যুর ১০ দিন পার হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রশাসন নির্বিকার। মনে হচ্ছে, কিছুই ঘটেনি। অথচ সাজিদের জায়গায় আমরা কেউই হতে পারতাম। এমন হত্যাকাণ্ডের বিচার না হলে অপরাধীরা উৎসাহিত হবে।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি কেউ খুন হয়, তার বিচার হয় না-এমন বার্তা দিচ্ছে প্রশাসনের নিরবতা। আমরা চাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হোক।উল্লেখ্য, গত ১৭ জুলাই সন্ধ্যায় শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদের মরদেহ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মী ও থানা পুলিশের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পর থেকেই বিষয়টি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সন্দেহ দেখা দেয়।

  • শাহরিয়ার স্বাধীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর