বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:২৯
---2025-07-28T152840-688742e8764d5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুরে বাজেট বৈষম্য নিরসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে পরে রংপুর শহরের মডার্ন মোড় অবরোধ করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সমগ্র উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্যের শিকার হয়ে আসছে। স্বাধীনতা-পরবর্তী দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে সরকারি বরাদ্দ দক্ষিণাঞ্চলের তুলনায় কম। অভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকার গঠনের পরও সেই বৈষম্য দূর হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ সময় ‘লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে’, ‘জীবন লাগলে জীবন নে’, ‘ইন্টারিমের দালাল হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে মডার্ন মোড় এলাকা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অডিটোরিয়াম নেই, নেই সাংস্কৃতিক কেন্দ্র কিংবা টিএসসি। মানসম্মত শিক্ষা ও গবেষণার সুযোগ নেই। আমরা চাই, এই বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে বিকশিত হোক। একইসঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে।’
আরেক শিক্ষার্থী রিয়া মুর্মু বলেন, ‘আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকারের সময় অন্তত এই বৈষম্য কিছুটা কমবে। কিন্তু এখনো আমরা দেখছি পুরোনো কায়দাতেই বাজেট বণ্টন হচ্ছে, যার বড় শিকার উত্তরবঙ্গ।’
শিক্ষার্থীরা দুই দফা দাবিগুলো হলো
- উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে চলমান বাজেট বৈষম্য নিরসন এবং এই উন্নয়নের জন্য একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন।
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি মানা না হলে উত্তরবঙ্গজুড়ে অসহযোগ আন্দোলন ও বৃহত্তর অবরোধ কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়।
আগামী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা মঙ্গলবার রংপুরের আবু সাঈদ চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন। এ উপলক্ষে ‘মার্চ টু জেলা প্রশাসক’ এবং ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি পালন করা হবে।
শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নয়, সমগ্র উত্তরবঙ্গের অধিকারের প্রশ্ন। তাদের ভাষায়, এটি ‘উত্তরবঙ্গ পুনর্গঠনের’ আন্দোলন।
- গাজী আজম হোসেন/এমআই