-6880615e9230c-6887868b6edd6.jpg)
প্রতীকী ছবি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন ফর ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা তহবিল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একেবারেই বাদ পড়েছে। প্রায় ৬০০ কোটি টাকার গবেষণা বরাদ্দের তালিকায় বিশ্ববিদ্যালয়টির কোনো প্রকল্পকেই অন্তর্ভুক্ত করা হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হিট প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দেন। ইউজিসির রিভিউয়ারদের মাধ্যমে এসব প্রস্তাব মূল্যায়ন করা হয়। প্রাথমিক বাছাই শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রকল্প তালিকাভুক্ত হলেও, ১০ মিনিটের প্রেজেন্টেশন শেষে কোনো কারণ না দেখিয়ে সেগুলো বাতিল করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আযম খান বলেন, ‘আমরা জানি আমাদের প্রকল্প বাদ দেওয়া হয়েছে, কিন্তু কেন বাদ দেওয়া হয়েছে তা কেউ জানাননি। বিষয়টি অনিশ্চয়তা এবং হতাশার।’
রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ জে সালেহ আহমেদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গবেষণা তহবিল থেকে বাদ দেওয়া অত্যন্ত দুঃখজনক। ভালো ভালো গবেষক থাকলেও কোনো প্রজেক্ট অনুমোদন না পাওয়া রহস্যজনক।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘হল সংকট, দ্বিতীয় ক্যাম্পাস ও নানা আন্দোলনের কারণে ইউজিসি ইচ্ছাকৃতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘কেন আমাদের কোনো প্রকল্প অনুমোদন পেল না, সে বিষয়ে ইউজিসি আমাদের কিছু জানায়নি।’
তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান জানান, হিট প্রকল্পে প্রস্তাবগুলো ব্লাইন্ড রিভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 'এ' ক্যাটাগরিতে আবেদন করেছিল, যেটা ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। সেখানে অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের বিভাগও বাদ পড়েছে। তবে প্রাথমিক তালিকায় থাকলেও পরবর্তীতে কেন বাদ পড়েছে, সেটা আমার জানা নেই।
- জেএন/এমআই