Logo

ক্যাম্পাস

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবি পশুপালন শিক্ষার্থীদের আন্দোলন

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২০:২৮

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবি পশুপালন শিক্ষার্থীদের আন্দোলন

ছবি : বাংলাদেশের খবর

কম্বাইন্ড ডিগ্রি (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি) প্রদানের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পশুপালন অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবন ঘুরে পুনরায় অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান নেন এবং ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘এক দফা এক দাবি— কম্বাইন্ড ডিগ্রি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি আবদুল্লাহ বলেন, ‘অনেক চাকরিতে শুধু ভেটেরিনারি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ থাকায় আমাদের জন্য কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে।’

তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, ‘বিসিএসসহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। ভাইভা বোর্ডেও অবমূল্যায়নের ঘটনা ঘটছে।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ‘এই ডিগ্রি তো ৬৫ বছরের পুরোনো। কম্বাইন্ড ডিগ্রি নিয়ে শিক্ষকরা এখনো ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন না।’

কর্মসূচিতে প্রায় ৩০০ শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর