---2025-07-28T214822-68879be3da039.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অধ্যয়নরত ১০৯১ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠার পর এই প্রথম এত বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়া হলো।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রতি সেমিস্টারের প্রথম থেকে পঞ্চম মেধাক্রমে অবস্থানকারী ৮০০ জন মেধাবী ও ২৯১ জন অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান বলেন, ‘মেধার স্বীকৃতি দিতে এমন উদ্যোগ প্রশংসনীয়। অতীতে ব্যক্তিস্বার্থে ক্ষতিগ্রস্ত হওয়া এই বিশ্ববিদ্যালয়কে ঘুরে দাঁড়াতে হবে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চার জায়গা হোক।’
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আমরা নানা সমস্যায় জর্জরিত ছিলাম। এখন সেসব কাটিয়ে উঠতে কাজ করছি। আজকের বৃত্তি বিতরণে ব্যয় হয়েছে ২১ লাখ টাকার বেশি। এর আগে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডে ১০ লাখ টাকা এবং স্বনির্ভর কর্মসূচিতে নিয়মিত ব্যয় করা হচ্ছে। আমরা এই বিশ্ববিদ্যালয়কে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীত করতে চাই।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
- রাসেল হোসেন/এমআই