Logo

ক্যাম্পাস

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:১৯

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং পরিবহন খাত সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘কীর্তনখোলা নদীর তীরে ১৪ বছর আগে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি। শ্রেণিকক্ষ, শিক্ষক, আবাসন, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের চরম সংকটের মধ্যেই আমাদের শিক্ষাজীবন কাটাতে হচ্ছে।’

তাদের অভিযোগ, ২৫টি বিভাগের জন্য প্রয়োজনীয় ৭৫টি শ্রেণিকক্ষের বিপরীতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাত্র ৩৬টি কক্ষ। ফলে অনেক সময় খোলা মাঠে পাঠদান করতে হয়, যা শিখন প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং সেশনজট আরও তীব্র করে তুলছে।

তারা আরও বলেন, ‘ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে।’

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো তুলে ধরে আবেদনপত্রে সকল শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। তা শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর