পাঁচ মাস পর কুয়েটে শ্রেণিকক্ষে ফিরলেন শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:১৭
-68889fb30e285.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবারও শুরু হয়েছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলে অভিভাবক মহলেও স্বস্তি ফিরে আসে।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৮ জুলাই) দুপুরে তিনি এ নির্দেশনা দেন। একইদিন সকালে কুয়েট শিক্ষক সমিতি তাদের চলমান কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত দুই দিন ধরে উপাচার্য শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে একাধিক বৈঠক করেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে তিন সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা এক দফা আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে আমরণ অনশন, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
দীর্ঘ টানাপড়েনের পর শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে। পরে অধ্যাপক ড. হযরত আলী অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যোগ দিলেও তিনিও পদত্যাগ করেন।
শেষ পর্যন্ত, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে ২৪ জুলাই কুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরদিন শুক্রবার তিনি কুয়েটে যোগদান করেন। তার উদ্যোগেই দীর্ঘ অচলাবস্থা কেটে আবার সচল হলো কুয়েট।
তরিকুল ইসলাম/এআরএস