Logo

ক্যাম্পাস

রংপুরে হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:০১

রংপুরে হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়ায় হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে নতুন কলা ভবন এলাকা থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূর-এ তামিম বলেন, “রংপুরের গঙ্গাচড়ায় এক যুবক ফেসবুকে ধর্ম সংক্রান্ত একটি স্ট্যাটাস দেওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু এরপর এলাকাবাসীর একাংশ মাইকিং করে লোক জড়ো করে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়-এটি পরিকল্পিত মব জাস্টিস।”

তিনি আরও বলেন, ‘পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই হামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। আক্রান্ত পরিবারগুলো এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এটি কেবল সংখ্যালঘুদের নয়, দেশের প্রতিটি সাধারণ মানুষের জন্যই ভয়ংকর বার্তা বহন করে।’

অন্তর্বর্তী সরকারের আমলে জনগণের প্রত্যাশা ছিল ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ-এমন মন্তব্য করে নূর-এ তামিম বলেন, ‘এই সরকারের আমলে সকল মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যেভাবে মব সৃষ্টি করে হামলা চালানো হচ্ছে, তাতে স্পষ্ট। দেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে, যেটা কোনোভাবেই সমাজের জন্য শুভ নয়।’

সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও পুনর্বাসন এবং ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান দাবি করেন

  • আমানউল্লাহ খান/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর