Logo

ক্যাম্পাস

জবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ছোলায়মান-প্রিয়া

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:৪৫

জবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ছোলায়মান-প্রিয়া

জবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ছোলায়মান-প্রিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফটোগ্রাফিক সোসাইটির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছোলায়মান খান সভাপতি এবং ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমৃতা সাহা প্রিয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ছোলায়মান খান এ তথ্য নিশ্চিত করেন। এ কমিটি ঘোষণার সময় ফটোগ্রাফিক সোসাইটি এর প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের উপস্থিতি ছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমৃতা সাহা প্রিয়া জানান, নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি একটি সুযোগ হিসেবে বিবেচনা করছি। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে আমাদের কাজের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার এখনো ঘাটতি রয়েছে। একটি ক্যামেরার অভাবে আমাদের সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা সহযোগিতার প্রত্যাশা করছি। নতুন কমিটির নেতৃত্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটির প্রসার ও মানোন্নয়নে আরও গতিশীলভাবে কাজ করব।

নবনির্বাচিত সভাপতি ছোলায়মান খান বলেন, ফটোগ্রাফিক সোসাইটির এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি বিষয়ক শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছি। ফটোগ্রাফিক সোসাইটি এর নানা পদক্ষেপের ফলে ক্যাম্পাসে একটি ইতিবাচক ফটোগ্রাফি সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা অতিদ্রুত ৩ দিন ব্যাপী একটি ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি, যা আমাদের সদস্যদের ফটোগ্রাফি সম্পর্কিত জ্ঞানের পরিসর উন্মোচিত করবে এবং দক্ষতা বৃদ্ধি করবে। আমাদের সামনে আরো অনেক পরিকল্পনা রয়েছে শত সীমাবদ্ধতাকে ছাড়িয়ে আমরা এগিয়ে যাব, আলোকচিত্রের মাধ্যমে শিল্পের উন্মেষ ঘটুক।

ফটোগ্রাফিক সোসাইটির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ফটোগ্রাফিক সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, যা হাজার শব্দেও বলা যায় না, একটি ছবি তা এক ঝলকে বলে দেয়। ছবির নিঃশব্দতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে। আলোকচিত্র শুধু একটি শিল্প নয়, এটি একটি ভাষা-যার মাধ্যমে আমরা সমাজ, সংস্কৃতি ও মানবিকতা তুলে ধরতে পারি। এই সোসাইটি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, ইতিহাস এবং সৌন্দর্যকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার এক অসাধারণ দায়িত্ব পালন করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে আমি আশাবাদী সোসাইটি সৃজনশীল কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে।

গত সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় ফটোগ্রাফিক সোসাইটি এর বিদায়ী কার্যনির্বাহী সদস্যবৃন্দ, বিদায়ী সহসভাপতি এবং সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর