ড্যাফোডিলে সাংবাদিকতা বিভাগের নবীনবরণে আনন্দ-উচ্ছ্বাস

ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:২৬
-6888e82e9ddec.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগে সামার-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করতে অনুষ্ঠিত হয়েছে ‘নব্যপ্রভা’ শীর্ষক নবীনবরণ।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বনমায়া চত্বরে বিভাগের সংগঠন ডিআইইউ কমিউনিকেশন ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নবীনদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
বিভাগীয় প্রধান আফতাব হোসেন নবীনদের উদ্দেশে বলেন, ‘এই চার বছর নিজেদের গঠনমূলক কাজে ব্যস্ত রাখবেন, সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন এবং নিজেকে জাতির জন্য প্রস্তুত করবেন।’
মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন বলেন, ‘সাংবাদিকতা একটি সৃজনশীল বিভাগ, যেখানে প্রতিভা বিকাশের অনেক সুযোগ রয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক এস. এম. আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল, অধ্যাপক ড. গ্রেগরি জন সাইমনসহ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। আলোচনা পর্ব শেষে নবীন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্যসহ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান শেষ হয়।
পারভেজ মোশারফ/এআরএস