Logo

ক্যাম্পাস

সাজিদের মৃত্যু : তদন্ত রিপোর্ট নিয়ে মুখ খুলল প্রশাসন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:৩৮

সাজিদের মৃত্যু : তদন্ত রিপোর্ট নিয়ে মুখ খুলল প্রশাসন

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে প্রেস ব্রিফিংয়ে তদন্তের অগ্রগতি ও ভবিষ্যৎ পদক্ষেপ তুলে ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত কমিটি।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে জড়ো হন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দুপুর ২টায় সাজিদের মৃত্যুর তদন্ত রিপোর্ট সম্পর্কে অগ্রগতি জানাতে ব্রিফিং করেন তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন ও আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি প্রমুখ।

ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, তদন্ত কাজ আমরা করে যাচ্ছি। এমনকি ছুটির দিনেও। অনেক তথ্য হাতে এসেছে। তবে সেগুলো পুনরায় যাচাই-বাছাই (ক্রস চেকিং) করে আগামী রোববার প্রতিবেদন জমা দিতে পারব। বাস্তবতা হলো, আমাদেরটি মূলত তদন্ত কমিটি নয়, এটি একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। আমাদের দায়িত্ব হচ্ছে- মৃত্যু কীভাবে হয়েছে তা নির্ণয় করা। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনবোধে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ঘটনাটি ঘটার পরপরই রুটিন ভিসি ও প্রক্টোরিয়াল বডির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। শুরুতে শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। খুলনা বিভাগের ডিআইজি আশরাফুল ইসলামের সঙ্গেও কথা বলেছি। ইতোমধ্যে ভিসেরা রিপোর্ট কুষ্টিয়ায় পাঠানো হয়েছে এবং তা আইনি প্রক্রিয়াধীন। আমাদের কাছে তদন্ত রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট আসার পর দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পরপরই সাজিদের পরিবার জিডি দায়ের করেছে। যেহেতু মৃত্যুর রহস্য স্পষ্ট হয়নি, তাই মামলার কিছু জটিলতা রয়েছে। একই বিষয়ে দু’বার মামলা করা যায় না। তবে পুলিশি মামলায় আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর