জবিতে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার দাবিতে স্মারকলিপি দিল আপ বাংলাদেশ

জবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:৫৪
---2025-07-30T194617-688a23fcc9fcb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাফেটেরিয়া চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছেন শাখা ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নেতারা।
বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপি প্রদানের সময় তারা বলেন, প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য বর্তমানে একটি মাত্র ক্যাফেটেরিয়া রয়েছে, যা শিক্ষার্থীদের চাহিদা পূরণে পর্যাপ্ত নয়। এ কারণে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার কাজ শেষ হলেও ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তা চালু হয়নি।
শাখা আপ বাংলাদেশের সংগঠক তাওহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত সমস্যা চলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার অবকাঠামো নির্মাণ করা হলেও অদৃশ্য কারণে এটি এখনও চালু হয়নি। দ্রুত এটি চালু না হলে শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়বে।’
এসময় আরও উপস্থিত ছিলেন তাফহিম রাফি, মেহরাব হোসেন অপি, আশিক আহমেদ রাতুল, মাবরুর বিন মাসুদসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
- জেএন/এমআই