Logo

ক্যাম্পাস

নোবিপ্রবিতে শিক্ষা-গবেষণা বিষয়ক কর্মশালা

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২১:৫৩

নোবিপ্রবিতে শিক্ষা-গবেষণা বিষয়ক কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘শিক্ষা ও গবেষণার মধ্যে সমন্বয়: সমস্যা ও সমাধানের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা হয়।

কর্মশালার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। 

উপউপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘আইকিউএসি’র আয়োজনে সারা বছর প্রজেক্ট রাইটিং, টিচিং-লার্নিংসহ গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালা অব্যাহত থাকুক। গবেষণার মান উন্নত করতে কার্যকর বিষয় নির্বাচন করে প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে হবে, তবেই তা গ্রহণযোগ্য হবে।’

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে কর্মশালায় কি-নোট বক্তা ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী আশরাফুজ্জামান। আলোচক হিসেবে অংশ নেন নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী। কর্মশালার সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম।

কর্মশালায় নোবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের মোট ৬৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

  • মো. আবদুল্লাহ আল নাঈম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোয়াখালী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর