Logo

ক্যাম্পাস

জবির ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৮:৪১

জবির ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাষা শহীদ রফিক ভবনের কোথাও কোথাও ছাদের কার্নিশ ভেঙে ঝুলে পড়েছে এবং সিলিংয়ের প্লাস্টার খসে পড়ছে। এ ঘটনা বেশ কয়েকদিনের। জরাজীর্ণ এ ভবনের বেহাল দশয় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নিরাপত্তাহীনতা নিয়েও এ ভবনে ক্লাস চলছে। এতে উদ্বেগ সৃষ্টি হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রফিক ভবনের সিলিংয়ের একাংশ খসে পড়েছে মেঝেতে ও সিঁড়িতে। অল্পের জন্য আহত হওয়া থেকে বেঁচে যান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাদের বিভিন্ন জায়গায় ফাটল। খসে পড়েছে কার্নিশ। কয়েক জায়গায় দেয়ালের প্লাস্টারের স্তরও ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এমন ঘটনা ঘটে থাকে। বৃষ্টি হলে এমন ঘটনা বেশি হয় বলে জানান তারা। রফিক ভবনের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

সিলিং প্লাস্টার খসে পড়ার সময় প্রত্যক্ষদর্শী আল আমিন হোসনে বলেন, আমাদের বাংলা বিভাগের শিক্ষার্থীরা খুবই ভয়ের মধ্যে আছি। ক্লাস করতে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম। দুইতলায় মাঝের সিঁড়ি আসতেই উপর থেকে ছাদের আস্তর খসে পড়েছে। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে আসছি।

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী নাহিন নিলা বলেন, ‘আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে ক্লাসে আসলাম। এসে রফিক ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠে ক্লাসে যাবো  এমন সময় আকস্মিকভাবে দেয়ালের কিছু আবরণ আমাদের সামনে এসে পড়ে। এর আগেও এমন হয়েছে৷’

এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম মোজাহার বলেন, আমাদের বিভাগের সংস্কারের জন্য আরও সাত আট মাস আগেই প্রকৌশল দপ্তরে চিঠি পাঠিয়েছিলাম।  দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘রফিক ভবন ও অবকাশ ভবন নিয়ে ফাইল রেডি করা আছে। দ্রুতই কাজ শেষ শুরু হবে।’

রফিক ভবন ও অবকাশ ভবনের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ফাইল অনুমোদন হয়েছে দুদিন হলো। একজন ঠিকাদার খোঁজা হচ্ছে। তবে সময় লাগবে।’

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর