বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১২:৩৭
-688c609b20bb5.jpg)
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তির ন্যূনতম যোগ্যতা পূরণ না করেও ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত মাসের ২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন অনুযায়ী, বেনজীর আহমেদের ভর্তির আবেদনপত্রে অসংগতি ও মিথ্যা তথ্য পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ডিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষাজীবনের প্রতিটি স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হয়। কিন্তু বেনজীর আহমেদ এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারেননি। তথ্যানুসন্ধান কমিটি জানায়, তিনি নিজের আবেদনপত্রে তথ্য গোপন করেছেন এবং অসত্য তথ্য দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সুপারিশে ভর্তি সংক্রান্ত মৌলিক শর্ত শিথিল করে বেনজীরকে এই প্রোগ্রামে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।
সিন্ডিকেট সভায় আলোচনার পর ডিগ্রি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পাঁচ সদস্যবিশিষ্ট একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এই কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ সদস্য সচিব।
তদন্ত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিবিএ ডিগ্রি অর্জনের পর থেকেই তিনি ‘ড. বেনজীর আহমেদ’ নামে নিজেকে পরিচয় দেওয়া শুরু করেন। তবে এখন তার সেই পরিচয় চ্যালেঞ্জের মুখে।
এমএমআই/এমএইচএস