Logo

ক্যাম্পাস

বেরোবিতে স্নাতক ভর্তি শুরু ৩ আগস্ট

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:২০

বেরোবিতে স্নাতক ভর্তি শুরু ৩ আগস্ট

ছবি : সংগৃহীত

গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ৩ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৭ আগস্ট পর্যন্ত।

শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা https://sims.brur.ac.bd/signup/ লিংকে গিয়ে নিবন্ধন ও সাইন আপের মাধ্যমে রেজিস্ট্রেশন ও আইডি নম্বর সংগ্রহ করবেন। এরপর নির্ধারিত ভর্তি ফি নগদ বা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd-এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার পঞ্চম মাইগ্রেশনের পর যারা বেরোবিতে ভর্তি হতে চায়, তাদের এসএসসি ও এইচএসসির মূল সনদ, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ৩ কপি ফটোকপি, পূরণকৃত ভর্তি ফরমের ৩ কপি, প্রাথমিক ভর্তি ফি ও কেন্দ্রীয় ভর্তি ফি জমাদানের রশিদের ৩টি করে ফটোকপি, এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্টের ৩টি করে ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি নিজ নিজ বিভাগে জমা দিতে হবে।

এছাড়া, গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ভর্তি হয়ে যারা মূল নম্বরপত্র বেরোবিতে জমা দিয়েছেন, তাদেরকে ৩১ আগস্টের মধ্যে—২ থেকে ৫ আগস্টের মধ্যে—নিজ দায়িত্বে সেগুলো সংগ্রহ করতে বলা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর