Logo

ক্যাম্পাস

ইবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতিযোগিতার ফল প্রকাশ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:০৪

ইবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতিযোগিতার ফল প্রকাশ

ছবি : বাংলাদেশের খবর

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত চিত্রাঙ্কন, গ্রাফিতি, ক্যালিগ্রাফি ও রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এ তথ্য জানান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘ক’ গ্রুপে (প্রথম-তৃতীয় শ্রেণি) প্রথম হয়েছে শেখ উমামা, দ্বিতীয় সাইফ, তৃতীয় রুশা। ‘খ’ গ্রুপে (চতুর্থ-ষষ্ঠ শ্রেণি) প্রথম শেখ জুমানা, দ্বিতীয় রাহি, তৃতীয় মোছা. মাইশা। ‘গ’ গ্রুপে (সপ্তম-দশম শ্রেণি) প্রথম খাদিজা তারান্নুম, দ্বিতীয় আয়েশা তাবাসসুম, তৃতীয় খোন্দকার লামিয়া।

গ্রাফিতি অঙ্কনে প্রথম হয়েছেন চারুকলা বিভাগের অন্তি খাতুন (২০২০-২১), দ্বিতীয় সুদীপ রায় এবং তৃতীয় মো. হাসিব রামিম (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ)।

রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো. ইয়াছিন আরাফাত (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ২০২০-২১), দ্বিতীয় মো. রবিউস সানি জোহা (এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ২০২২-২৩) এবং তৃতীয় মুহাম্মদ রাকিব উদ্দিন (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ২০২০-২১)।

আয়োজক কমিটি জানিয়েছে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আগামী ৫ আগস্ট। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ১৬ জুলাই, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর