একদফা দাবির পোস্টার ডিজাইনার জবি শিক্ষার্থী মারুফ

জবি প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৭:৩২
-688df73bcfb00.jpg)
কোটা সংস্কার আন্দোলন থেকে একদফা আন্দোলনে উত্তরণের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ইতিহাসে জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারুফ। ২০২০-২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের এই শিক্ষার্থী ২০২৪ সালের ২ আগস্ট নিজের ফেসবুক পেইজ ‘Dept. Not Flauors’-এ একটি পোস্টার ডিজাইন প্রকাশ করেন, যেখানে সরাসরি ‘একদফা– শেখ হাসিনার পদত্যাগ’ দাবিটি প্রতিফলিত হয়।
পোস্টারটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রায় পাঁচ হাজারবার শেয়ার হয় এবং লাখো মানুষের দৃষ্টি কাড়ে। অনেক আন্দোলনকারী এবং সাধারণ শিক্ষার্থী পোস্টারটি নিজেদের প্রোফাইল ও কভার ছবিতে ব্যবহারের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানান দেন। এই পোস্টার সামাজিক মাধ্যমে যেমন আলোড়ন তোলে, তেমনি আন্দোলনকারীদের মনেও নতুন অনুপ্রেরণা জাগায়।
জুলাই ২০২৪-এ কোটা সংস্কার আন্দোলন যখন সরকারি দমন-পীড়নের মুখে পড়ে এবং ঢাকা ও বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি ও হামলার অভিযোগ ওঠে, তখন আন্দোলনকারীরা ধাপে ধাপে একদফা দাবির দিকে এগিয়ে যেতে থাকেন। ২ আগস্ট মারুফের এই পোস্টার প্রকাশের পরপরই ৩ আগস্ট বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে ‘একদফা— শেখ হাসিনার পদত্যাগ’ আন্দোলনের ঘোষণা দেন।
এক প্রতিক্রিয়ায় মারুফ বলেন, ‘আমরা কোটা সংস্কার চেয়েছিলাম, কিন্তু সরকার আমাদের আন্দোলন দমন করতে গুলি চালিয়েছে, মানুষ মেরেছে। শেখ হাসিনা কোটা সংস্কার মেনে নিলেও ইন্টারনেট শাটডাউনের কারণে আমরা কিছুই জানতে পারিনি। পরে যখন ইন্টারনেট চালু হয়, তখন হেলিকপ্টার থেকে র্যাবের গুলি, পুলিশি নিপীড়নের ভয়াবহ ভিডিও দেখতে পাই। তখনই মনে হলো এই সমস্যার একটাই সমাধান— একদফা।’
তিনি জানান, নয়দফা দাবির মধ্য দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয় বলেই তিনি একদফার পোস্টারটি ডিজাইন করেন। সেই ডিজাইনই পরে আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
জেএন/এমএইচএস