ড্যাফোডিলে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ

ডিআইইউ প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৮:৫১

ছবি : সংগৃহীত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের ৩০ জন সাংবাদিদের জন্য ২ দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে এবং তত্ত্বাবধানে ড্যাফোডিলের মিডিয়া ল্যাবে এই প্রশিক্ষণ শুরু হয়। রোববার (৩ আগস্ট) দিনব্যাপী সেশন শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদানের মাধ্যমে শেষ হবে এ প্রশিক্ষণ।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাংবাদিকতা বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান এবং জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল।
প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও মোবাইল সাংবাদিকতায় বিশেষজ্ঞ ড. আব্দুল কাবিল খান জামিল।
দুই দিনের এই প্রশিক্ষণে ডিজিটাল সাংবাদিকতার ধারণা, অনলাইন সংবাদ পরিবেশনের কৌশল, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও সচেতনতা, ফ্যাক্টচেকিং, মোবাইল ফোনে ভিডিও ধারণ, শট টাইপ, ক্যামেরা সেটিংস, ইন্টারভিউ ও বি-রোল ধারণের প্রাথমিক কৌশল শেখানো হচ্ছে।
পারভেজ মোশারফ/এএ