Logo

ক্যাম্পাস

জবিতে শিক্ষককে অপমানের প্রতিবাদে রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৪০

জবিতে শিক্ষককে অপমানের প্রতিবাদে রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রারের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অপমানজনক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন।

রোববার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, ‘যখনই কোনো যৌক্তিক সমস্যা নিয়ে আমরা রেজিস্ট্রার অফিসে যাই, তিনি আমাদের সঙ্গে সহানুভূতির পরিবর্তে বিরূপ ও অপমানজনক ভাষায় কথা বলেন। শুধু শিক্ষার্থীদের সঙ্গে নয়, আমাদের বিভাগের শিক্ষকের সঙ্গেও একই আচরণ করেছেন। জুলাইয়ের পর বিশ্ববিদ্যালয়ে এমন স্বৈরাচারী আচরণ চলতে দেওয়া হবে না।’

একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, ‘রেজিস্ট্রার এখন ক্ষেপে যাওয়া ষাঁড়ের মতো আচরণ করছেন। তিনি যদি ক্ষেপতেই চান, তাহলে মাঠে নামুন। স্বৈরাচারের দোসরদের জায়গা এই বিশ্ববিদ্যালয়ে হবে না।’

জানা গেছে, সম্প্রতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে একটি স্কলারশিপ পান। স্কলারশিপের শর্ত অনুযায়ী ইউজিসির সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু স্বাক্ষর নিতে গেলে শিক্ষক ওই রেজিস্ট্রারের অসহযোগিতা ও দুর্ব্যবহারের শিকার হন। অভিযোগ রয়েছে, একটি সাধারণ স্বাক্ষরের জন্য শিক্ষককে বারবার অফিসে যেতে হয়েছে। কখনো লাঞ্চের অজুহাতে কক্ষ ত্যাগ করা, কখনো বলেছিলেন ‘আমি স্বাক্ষর করার জন্য এখানে বসে নেই’—এভাবে তাকে বারবার অপমানিত হতে হয়।

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর