Logo

ক্যাম্পাস

একক দল নয়, সবাই মিলে গড়তে হবে দেশ : ইবি উপাচার্য

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৩৬

একক দল নয়, সবাই মিলে গড়তে হবে দেশ : ইবি উপাচার্য

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শহিদের রক্তের ঋণ কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের পক্ষে শোধ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আপনারা যদি সুন্দর দেশ গড়তে না পারেন, তাহলে শহিদের রক্ত বৃথা যাবে।’

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘ছাত্র-শিক্ষক সংহতি দিবস’ উপলক্ষে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘রক্তের বিনিময়ে সবসময় বড় পরিবর্তন ঘটে। ফ্যাসিস্ট শাসন উৎখাতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হয়। আমাদের দেশ আর কখনও গণতন্ত্রহীন হবে না, বৈষম্যমূলক হবে না। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা শহিদদের নামে নামকরণ করা হয়েছে। ভবিষ্যতের স্থাপনাগুলোর নামকরণও শহিদ ও বরেণ্যদের নামে করা হবে।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শিক্ষকরা আমাদের আন্দোলনে যুক্ত হয়ে তাকে আরও বেগবান করেছিলেন। বিভাজনের ষড়যন্ত্রে পা না দিতে অনুরোধ করছি।’

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর