
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো পিএইচডি ফেলোশিপ চালু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে রিসার্চ সেলের উদ্যোগে পিএইচডি ফেলোশিপ, প্রকাশনা প্রণোদনা এবং শিক্ষক-শিক্ষার্থী যৌথ গবেষণার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সভাপতিত্ব করেন রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই প্রথমবার আমরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলোশিপ চালু করতে পেরেছি। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের জায়গা নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র। এ জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে পারলেই এর প্রকৃত সার্থকতা পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘আবাসন সংকট থাকা সত্ত্বেও প্রতিটি পিএইচডি শিক্ষার্থীর জন্য থাকার ব্যবস্থা করা হবে। সুপারভাইজারদের হাতে-কলমে শিক্ষাদানের আহ্বান জানাই। প্রকাশনা প্রণোদনা গবেষকদের মানসম্মত জার্নালে কাজ করতে উৎসাহিত করবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল হক এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। সঞ্চালনায় ছিলেন শিক্ষা প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম।
উল্লেখ্য, অনুষ্ঠানে ‘এনএসটিইউ জার্নাল অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড এডুকেশন (এনজেএএসই)’ শীর্ষক জার্নাল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। পরে তিনি গবেষকদের মধ্যে প্রকাশনা প্রণোদনা ও গবেষণা অনুদানের চেক তুলে দেন।
মো. আবদুল্লাহ আল নাঈম/এএ