সাজিদ হত্যার বিচার দাবিতে উত্তাল ইবি

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:০৫
-689085cf4822a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার দাবিতে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিভাগের উদ্যোগে বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, সাজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর প্রশাসন শুরু থেকেই গড়িমসি করছে। অবিলম্বে তদন্ত পিবিআইকে হস্তান্তর করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, ‘সাজিদের মৃত্যুর দায় প্রশাসন এড়াতে পারে না। আমাদের দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়া হবে।’
ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ভিসেরা রিপোর্টে এটি হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই প্রশাসন মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টায় সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবিগুলো আলোচিত হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ৩ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যু শ্বাসরোধজনিত, যা হত্যাজনিত।
এআরএস