Logo

ক্যাম্পাস

শূন্য পদ থাকলেও বিসিএস সার্কুলারে নেই আরবি বিভাগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:৩০

শূন্য পদ থাকলেও বিসিএস সার্কুলারে নেই আরবি বিভাগ

ছবি : বাংলাদেশের খবর

৪৯তম বিসিএস (বিশেষ)-এর বিজ্ঞপ্তিতে ‘আরবি ও ইসলামী শিক্ষা’ বিষয়ে প্রভাষক পদ শূন্য থাকা সত্ত্বেও বিষয়টি অন্তর্ভুক্ত না করায় গভীর হতাশা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইবরাহীম নাফিস।

তিনি বলেন, ‘২০১৮ সালের ৪০তম বিসিএসের পর থেকে ‘আরবি ও ইসলামী শিক্ষা’ বিষয়ে আর কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। অথচ সরকারি ৬৬টি কলেজে এ বিষয়ে বিভাগ থাকলেও এবারের ৪৯তম বিসিএসে কোনো শূন্য পদ দেখানো হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।’

নাফিস আরও জানান, সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন— কমপক্ষে ৩৩টি প্রভাষক পদ শূন্য রয়েছে। বিসিএস পরীক্ষার প্রক্রিয়ায় দুই বছর সময় লেগে যায়, ফলে আগামী দিনে পদ আরও বাড়বে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, প্রভাষক নিয়োগের ক্ষেত্রে যথাযথ তথ্য উপস্থাপন না করে আরবি ও ইসলামী শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। তারা এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় ও পিএসসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও ইতিবাচক সাড়া পাননি বলে জানান।

দাবি আদায়ে শিক্ষার্থীরা প্রয়োজন হলে আইনি পদক্ষেপ ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আরবি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মুনতাসীর আহমেদ মুয়াজ, ১৪তম ব্যাচের মেহেদী হাসান ও নাঈম তানভীরসহ অনেকে।

শিক্ষার্থীরা দ্রুত বিজ্ঞপ্তি সংশোধন করে আরবি ও ইসলামী শিক্ষা বিষয়ে শূন্য পদ অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

এমএমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর