বেরোবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল সাময়িক বরখাস্ত

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:১৬
-(34)-6890b2bd1b43f.jpg)
অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। ছবি : সংগৃহীত
যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (৩ আগস্ট) বেরোবির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশে এবং সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বরখাস্তের আদেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরিসংখ্যান বিভাগের এক নারী শিক্ষার্থী অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজী আজম/এমআই