জবিতে জুলাই ডকুমেন্টারি নিয়ে বিতর্ক, বাদ পড়েছেন সম্মুখ যোদ্ধারা

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২১:৪৩
-(45)-6890d517a0736.jpg)
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য ডকুমেন্টারি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, আন্দোলনের সম্মুখ সারিতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের বাদ দিয়েই ডকুমেন্টারির কাজ চলছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, আগামী ৫ আগস্ট উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জুলাই-আগস্টের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরতে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে সম্মিলিতভাবে বাছাই না করে মনগড়া কয়েকজনের সাক্ষাৎকার নিয়েই কাজ চলছে বলে অভিযোগ করেছেন অনেকেই। আন্দোলনের সময় তাঁদের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে যারা মাঝপথে আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন, তাদের সাক্ষাৎকার নিয়ে ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে। এটি ইতিহাস বিকৃতি ও বিতর্কের চেষ্টা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাসুদ রানা বলেন, শুনলাম, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে একটি ডকুমেন্টারি বানানো হচ্ছে। অথচ আন্দোলনের প্রথম সারির অনেকেই এ বিষয়ে কিছু জানেন না। তাহলে কীসের ডকুমেন্টারি তৈরি হচ্ছে? যদি সম্মুখ সারির যোদ্ধাদের বাদ দিয়েই ইতিহাস তুলে ধরা হয়, তবে সেটি ‘একদলীয় ফ্যাসিস্ট কায়দায়’ তৈরি একটি প্রচারণামূলক ভিডিও হবে, যা জবিয়ানরা প্রত্যাখ্যান করবে।
দর্শন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের আরেক সম্মুখসারির অংশগ্রহণকারী তৌহিদুল ইসলাম বলেন, ‘হাস্যকর ব্যাপার হলো, যারা ১ দফা দাবিতে রাজপথে ছিল, যারা আন্দোলনের সময় বারবার আহত হয়েছে, তারা কেউই জানে না এই ডকুমেন্টারি সম্পর্কে। অথচ ১৫ জুলাইয়ের পর যারা আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের নিয়েই ডকুমেন্টারি তৈরি হচ্ছে। এটি নোংরা মানসিকতার পরিচায়ক।’
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও আন্দোলনের সম্মুখসারির শিক্ষক ড. ওমর ফারুক বলেন, ‘জুলাই ৩৬, ২০২৪-এর অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি নির্মিত হচ্ছে জেনে শুরুতে ভালো লাগলেও হতাশ হয়েছি। আমি ও আমার সহকর্মীরা সরকারি চাপ উপেক্ষা করে ছাত্রদের পাশে থেকেছি, লেখালেখি করেছি। অথচ কেউ আমাদের জানায়নি কি হচ্ছে, কারা করছে, কেন করছে। আমি ছাত্রদের বলবো তোমরা তোমাদের মেধা দিয়ে আজ হোক, কাল হোক, সত্যিকারের ইতিহাস তুলে ধরো। মিথ্যার ওপর দাঁড়িয়ে কোনো ইতিহাস দীর্ঘস্থায়ী হয় না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘আমি বিতর্ক এড়াতে নিজেই ক্যাম্পাসে গিয়ে আলোচনা করেছি। প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। ডকুমেন্টেশন কমিটির আহ্বায়কও নোটিশ দিয়েছেন, সেখানে ফুটেজ চাওয়া হয়েছে। যাদের ফুটেজে দেখা গেছে, তাদেরই ইন্টারভিউ নেওয়া হচ্ছে বলে জেনেছি।’
- জেএন/এমআই