বাকৃবির শিক্ষক-শিক্ষার্থীসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৬
-689179d4e923d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শৃঙ্খলাভঙ্গ, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫৪ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে ৫৯ জন শিক্ষক। এর মধ্যে ৬ জন বরখাস্ত, ১২ জন অপসারণ, ৯ জনের পদাবনতি, ১ জনের পদোন্নতি ও বেতনবৃদ্ধি স্থগিত এবং ৩১ জনকে তিরস্কার করা হয়েছে।
কর্মকর্তাদের মধ্যে ৮ জন বরখাস্ত, ৮ জন অপসারণ, ৭ জন তিরস্কার এবং ১ জনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কর্মচারীদের মধ্যে ২ জন বরখাস্ত, ১ জন অপসারিত ও ১৯ জন তিরস্কারপ্রাপ্ত।
শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আজীবন বহিষ্কার ও ৩৯ জনের সনদপত্র বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক শান্তি মিছিলে সহিংসতা, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত হয়। এছাড়া ২০২২ সালের ২৩ ডিসেম্বর আশরাফুল হক হলে চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায়ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘তদন্ত শেষে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এআরএস