Logo

ক্যাম্পাস

হাসিনা পতনের বর্ষপূর্তিতে ‘সাদা দলের’ বিজয় র‌্যালি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:০৬

হাসিনা পতনের বর্ষপূর্তিতে ‘সাদা দলের’ বিজয় র‌্যালি

‘ফ্যাসিস্ট’ আওয়ামী শাসনের পতন ও শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র‌্যালিটি শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির শুরুতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা।

এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে শিক্ষক নেতারা বক্তব্য দেন। তারা শহীদদের আত্মত্যাগের স্মরণ করে বলেন, ৫ আগস্ট শুধু একটি সরকারের পতনের দিন নয়, বরং গণতন্ত্র ও বৈষম্যবিরোধী চেতনার বিজয়ের দিন।

ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘গত বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারফিউ ভেঙে দাঁড়িয়েছিলাম আমরা। আজ আবারো সেই আত্মত্যাগকে স্মরণ করছি। শহীদদের স্বপ্নপূরণের অংশ হিসেবেই আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই দিনটি শুধু বিজয় নয়, গণতন্ত্র ও জনগণের শক্তির প্রতীক।’

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটেছিল এই দিনে। কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে নতুন ইতিহাস রচনা করেছে ছাত্র-জনতা।’

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জুলাই আন্দোলনে ১৪শ’ শহীদ ও ৩০ হাজার আহতের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, তা যেন সত্যিকার অর্থেই বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক হয়।’

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, ‘আমরা বিশ্বাস করি, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যারা ফ্যাসিবাদ নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।’

সমাবেশে বক্তারা দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা এই দমনযন্ত্র চালিয়েছে এবং তাদের সহযোগিতা করেছে, তাদের বিচারের আওতায় আনার দাবি থেকে পিছু হটা হবে শহীদদের প্রতি অবমাননা।

সাদা দল জানায়, বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে তারা। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, এবং গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রণয়ন।

এমএমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর