Logo

ক্যাম্পাস

গণঅভ্যুত্থান পরবর্তী ১ বছরে যেসব ঘটনায় শিরোনাম হয়েছে কুবি

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৮:৫৩

গণঅভ্যুত্থান পরবর্তী ১ বছরে যেসব ঘটনায় শিরোনাম হয়েছে কুবি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চূড়ান্ত রূপ নেয় জুলাইয়ের মাঝামাঝিতে। সারাদেশে হত্যাকাণ্ড, ধরপাকড় ও গুম অব্যাহত রাখে বিগত সরকারের সকল বাহিনী। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন গণমানুষের আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

৫ আগস্ট সরকার পতনের দিন থেকেই দেশজুড়ে অনেক পরিবর্তন শুরু হয়। স্বৈরাচার সরকারের সকল চিহ্ন মুছে দেয় এদেশের বিক্ষুব্ধ ছাত্র-জনতা। চিহ্ন মুছে ফেলার এই ধারাবাহিকতা চলতে থাকে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাঙ্গনে। বাদ যায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের একবছর হয়েছে ৫ আগস্ট। বিগত এক বছর যে যে ঘটনার কারণে পত্রিকার শিরোনাম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 

ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল
শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশ পেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে থাকা ছবি, নামফলক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু ভাস্কর্যসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব। 

নিষিদ্ধ ছাত্ররাজনীতি
২০২৪ সালের ০৮ আগস্ট তৎকালীন উপাচার্য ড. আবদুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

উপাচার্যের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈনের পদত্যাগ নিয়ে পরে একপ্রকার ধোঁয়াশা সৃষ্টি হয়। যদিও ১১ আগস্ট রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রে তিনি অব্যাহতির কথা জানান, তবে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেননি। ফলে আন্দোলনরত শিক্ষার্থীরা তার কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের আল্টিমেটামে পদত্যাগ করেন উপাচার্য
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ২০২৪ সালের ১১ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন পদত্যাগপত্র জমা দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। 

কুবি উপ-উপাচার্যের পদত্যাগ
গত বছরের ২৮ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির পদত্যাগপত্র জমা দিয়ে পদ থেকে পদত্যাগ করেন। 

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক জাকির
২০২৪ সালের ০১ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক সব দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান। 

সাবেক উপাচার্য আবদুল মঈনের বিরুদ্ধে মামলা
গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হওয়া গত বছরের ১১ জুলাইয়ের হামলার ঘটনায় বিস্ফোরক পদার্থ আইনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী সহ ৩৬ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জন উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে মো. সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি গত বছরের ১৮ সেপ্টেম্বর কুমিল্লার সদর দক্ষিণ থানায় এই মামলাটি করেন।

কুবিতে নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
গত বছরের ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী। একই প্রজ্ঞাপনে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা কামাল এবং কোষাধ্যক্ষ হন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

কুবির প্রশাসনিক পদে বড় রদবদল
গত বছরের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ২০ জন কর্মকর্তা এবং ১০ জন কর্মচারীকে বদলি করা হয়।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর বিরুদ্ধে মামলা
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে গত বছরের ০৯ অক্টোবর রাজধানীর কাফরুল থানায় এনামুল হক (৩৯) নামের এক ব্যক্তি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে ১৯ জন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় ১১ নম্বর আসামি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. হায়দার আলী।

দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ
গত বছরের ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘সুনীতি-শান্তি হল’।

একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবদুল কাইয়ুমের নামে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসের একটি নির্মাণাধীন হলের নামকরণ করা হয়েছে।

কুবি প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা
গত বছরের ২৭ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোর ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাভেদ রায়হান।

‘খিচুড়ি ভোজ’ ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় সমন্বয়কে অবাঞ্ছিত ঘোষণা
গত বছরের ০৬ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ’ আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ আয়োজকদের বিরুদ্ধে অর্থের উৎস ও বহিরাগতদের উপস্থিতি নিয়ে অভিযোগ তোলেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলামকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

স্বতন্ত্র ভর্তি কার্যক্রমে ফিরেছে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি কার্যক্রম থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৫ ডিসেম্বর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার বছর পর আবারও স্বতন্ত্র ভর্তি কার্যক্রমে ফিরে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গত ১৯ জুলাই 'এ' ও 'সি' ইউনিট এবং ২৫ জুলাই 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

শিক্ষক সমিতির কার্যক্রম বন্ধ ঘোষণা
গত বছরের ৩০ ডিসেম্বর ডাকা এক সাধারণ সভায় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট অতিবাহিত হলেও কোরাম পূর্ণ হয়নি বিধায় পরবর্তী নির্বাচন বা শিক্ষক সমিতির পরবর্তী কার্যক্রম নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষক সমিতি। পরেরদিন ৩১ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির কার্যক্রমের পরিসমাপ্তি টানেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান।

কুবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
গত ১৩ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে শিক্ষার্থীরা পুলিশের হাতে সোপর্দ করেছেন। তিনি একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি ছিলেন। 

সুনীতি শান্তি হলের ৪ নারী শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ
নারী শিক্ষার্থীদের আবাসিক হল সুনীতি শান্তি হলের ২১৪ নম্বর রুমে নিয়মিত মাদক সেবনের অভিযোগ উঠে হলের চার শিক্ষার্থীর বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে হলের প্রভোস্ট বরাবর মৌখিক অভিযোগ দিয়েও কোনো সুরাহা না পেয়ে ২৫ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা। পরবর্তীতে অভিযুক্ত চার শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়।

প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
গত ১২ মার্চ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে প্রশ্নসহ উত্তর সরবরাহের অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষ না হওয়া অবধি বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

পরীক্ষায় ভুল প্রশ্ন সরবরাহের অভিযোগে আহ্বায়ককে অব্যাহতি
চার বছর পর গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে বের হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ১৯ এপ্রিল ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের পরীক্ষায় ভুল প্রশ্ন সরবরাহের কারণে দুই কক্ষে প্রায় ৪০ মিনিট বিলম্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ইউনিট আহ্বায়ক অধ্যাপক আহসান উল্ল্যাহকে ফলপ্রস্তুত কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় এবং অধ্যাপক বেলাল উদ্দিনকে নতুন আহ্বায়ক করা হয়। 

দুই শিক্ষককে পদাবনতি
গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০৪ তম সিন্ডিকেট সভায় চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে দুই শিক্ষকের পদাবনতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আলী রেজওয়ানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি দেওয়া হয়।

এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ
গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০৪ তম সিন্ডিকেট সভায় দীর্ঘদিন চাকরিতে অনুপস্থিত থাকায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদকে চাকরিচ্যুত করা হয়। 

সমন্বয়কদের একাংশ কর্তৃক বৈষম্যবিরোধীর তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা
গত ১৬ মে কুমিল্লার জুলাই সমাবেশে অংশগ্রহণকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অপমান করার অভিযোগে কুবির সমন্বয়কদের একাংশ কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। 

দ্বিতীয় সমাবর্তন নভেম্বরে
গত ১৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সমাবর্তন করার ঘোষণা দিয়েছিলেন উপাচার্য। 

নতুন অর্থবছরে কুবিতে ৭৬ কোটির বাজেট ঘোষণা
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ হয়েছে। ৩০ জুন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১০৪তম সিন্ডিকেট সভায় এ বাজেট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

১১ জুলাইকে 'প্রথম প্রতিরোধ দিবস' ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই' শীর্ষক এক অনুষ্ঠানে ১১ জুলাইকে 'প্রথম প্রতিরোধ দিবস' হিসেবে ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেপ্তার হলেন যারা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের তিনজন কর্মী এবং পদধারী দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী রাকেশ দাস ও এস কে মাসুমকে পূর্বের মামলার আসামি হিসেবে সাধারণ শিক্ষার্থীরা পুলিশে সোপর্দ করেছেন। গত ১২ ডিসেম্বর রাকেশকে ক্যাম্পাস্থ একটি হোটেলের সামনে থেকে এবং মাসুমকে পাকিস্তান মসজিদের সামনে থেকে আটক করা হয়। 

গত ১২ জানুয়ারি সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসলে আরেক ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী অর্ণব সিংহ রায়কে আটক করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। 

এছাড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাসকে খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে তুলে দেন। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় কোটবাড়ীর গন্ধমতি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিপ্লব বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ছিলেন এবং তার বিরুদ্ধে ২৯ নম্বর মামলায় অভিযোগ রয়েছে। পাশাপাশি, গত ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে আটক করে একদল ছাত্রজনতা, পরে তাকে মারধরের পরে পুলিশে সোপর্দ করে। 

কুবিতে মাদককাণ্ডে বহিষ্কৃত হলেন যারা
ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং একবছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও আবাসিক হলে অবস্থানের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে বিভিন্ন কক্ষের মোট চারজন শিক্ষার্থীকে মাদকদ্রব্যসহ আটক করে হলের প্রশাসন। গত ৬ মে রাত সাড়ে ১১টায় বিজয় ২৪ হলে প্রভোস্ট মাহমুদুল হাসান খানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেন। এরপর ০৭ মে তাদের হল থেকে বহিষ্কার করা হয়। হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের শৃঙ্খলা কমিটির অনুমোদনের মাধ্যমে অ্যাকাডেমিকভাবে একবছরে জন্য বহিষ্কার করা হয়।

র‍্যাগিংয়ের দায়ে ১২ জন বহিষ্কার
গত ১৭ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে মার্কেটিং বিভাগের ০৭ জন ও নৃবিজ্ঞান বিভাগের ০৫ জন সহ মোট ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করে বহিষ্কৃতদের আজীবন হলে থাকার ওপর নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।  

রেজিস্ট্রার মজিবুর রহমানকে বহিষ্কার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৩১ জুলাই বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে ৩ মার্চ তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলে তিনি তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এবং আদালত তিন মাসের স্থিতির আদেশ দেন। পরবর্তীতে ১৭ জুলাই থেকে পুনরায় যোগদানের আবেদন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।

শিক্ষক নিয়োগের দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা
গত ০৩ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে তালা খুলে দেয় শিক্ষার্থীরা। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
৫ আগস্ট বর্ণাঢ্য আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ সময় গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, বৃক্ষরোপণ ও আলোকচিত্র প্রদর্শনী করা হয়। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর