-68934070d84a4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতের জন্য ৭টি যানবাহন ভাড়ার অনুমোদন পেয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। চিঠিতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষর করেন।
অনুমোদিত যানবাহনের মধ্যে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকদের জন্য একটি কোস্টার ও কর্মচারীদের জন্য একটি বাস রয়েছে।
শিগগিরই চুক্তি অনুযায়ী যানবাহনগুলো পরিবহন সেবায় যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এআরএস