---2025-08-06T200518-68936124c2a3c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ফিঙ্গারপ্রিন্ট-ভিত্তিক ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এই প্রযুক্তিনির্ভর পদ্ধতির সূচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই পদ্ধতির মাধ্যমে মাস শেষে সুনির্দিষ্টভাবে একটি হাজিরা রিপোর্ট পাওয়া যাবে, যা উপস্থিতি পর্যবেক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, ‘উন্নত দেশগুলো অনেক আগেই এই ধরনের ডিজিটাল উপস্থিতি পদ্ধতি চালু করেছে। এখন সময় এসেছে আমাদেরও এমন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এতদিন কাগজে স্বাক্ষর করে উপস্থিতি গণনা করা হতো। এখন থেকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অফিস শেষে ফের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। নির্ধারিত সময়ের বাইরে আগমন বা প্রস্থান করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে।
প্রশাসন জানায়, প্রাথমিকভাবে এই পদ্ধতি প্রশাসনিক ভবনে চালু করা হলেও পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তা চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান খান, লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী। প্রশাসনিক ভবনের বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- আল মামুন/এমআই