Logo

ক্যাম্পাস

ছাত্রলীগ নেত্রী পদ পেলেন ঢাবি ছাত্রদলের হল কমিটিতে

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৯:২৮

ছাত্রলীগ নেত্রী পদ পেলেন ঢাবি ছাত্রদলের হল কমিটিতে

ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদল ঢাবির ১৮টি হল শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এর মধ্যে শামসুন নাহার হলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নিতু রানী সাহাকে। তিনি পূর্বে একই হল শাখা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ঢাবি শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিষয়টি নিয়ে চলছে ব্যঙ্গ-বিদ্রূপ।

ঢাবির শিক্ষার্থী শরিফুল ইসলাম মন্তব্য করেছেন, ছাত্রদল চাইলে ছাত্রলীগ পুনর্বাসনের একটি আলাদা কমিটি করতে পারে, যেখানে সব হলের ছাত্রলীগ সদস্যরা জায়গা পাবে।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রদলের মতো একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়ায় একই পদের জন্য একাধিক যোগ্য কর্মী থাকার কারণে সবাইকে তার কাঙ্ক্ষিত পদে দায়িত্ব দেওয়া সম্ভব হয়ে ওঠে না। হল কমিটিসমূহ গঠনের ক্ষেত্রে এ রকম অনেক কঠিন ও কষ্টকর সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে। আমরা আশা করব সবাই দল ও আদর্শের প্রতি নিষ্ঠাবান থেকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।

তিনি আরও বলেন, নবপ্রকাশিত কমিটিতে পদায়িত কেউ যদি অনৈতিক কার্যক্রমে যুক্ত থাকেন কিংবা সদস্য ফরম ও কমিটি গঠন প্রক্রিয়ায় তথ্য গোপন করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর