সদরঘাটে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:৫০

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিকসহ অজ্ঞাতনামা ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। এদের মধ্যে চারজনকে আদালত গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। বাদী হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদৎ হোসেন, ছাত্র মো. ফারুক ও মো. কামরান সিদ্দিকী ইমরোজ। মামলা দায়েরের আগের দিন আটক হওয়া কিরণ, সাদ্দাম, বিল্লাল ও মানিককে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেয়া হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা আজ শনিবার (৯ আগস্ট) জানান, ‘মামলার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার বিবরণে বলা হয়, ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘোরাঘুরি করছিলেন। তখন সুন্দরবন-১২ লঞ্চের স্টাফ জসিম তাকে যাত্রী ভেবে লঞ্চের টিকিট কাটার জন্য বাধ্য করেন। ছাত্র পরিচয় দেওয়ার পরও তিনি বাধা পেয়ে অসন্তুষ্ট হন। ঘটনার জেরে আনিসের বন্ধুরা লঞ্চ ঘাটে গিয়ে স্টাফদের সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গে বিবাদ ও উত্তেজনা সৃষ্টি হয়।
এরপর মুফতিজুল কবির কিরন নামে এক ব্যক্তি ও তার অনুসারীরা অস্ত্র ও লাঠিসোডা নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় শিক্ষার্থীদের মোবাইল ফোন, নগদ অর্থ এবং ব্যক্তিগত সামগ্রী লুটপাট করা হয়। আহত শিক্ষার্থীদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময় অন্তত ১৮টি মোবাইল ফোন, ৪৪ হাজার ৪৯০ টাকা নগদ অর্থ, এবং ২০ হাজার টাকার ঘড়ি ও সানগ্লাস ভাঙচুর করা হয়।
এর আগে ৭ আগস্ট সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অন্তত নয়জন শিক্ষার্থী আহত হন।
জেএন/এমএইচএস