Logo

ক্যাম্পাস

দ্রুত ফল প্রকাশের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:২৫

দ্রুত ফল প্রকাশের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

দ্রুত পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে বিভাগের গেটে তালা দিয়ে তারা কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবি, আগস্টের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

তাদের অভিযোগ, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৪.১ সেমিস্টারের পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা হয়নি, ফল প্রকাশেও দেরি করা হচ্ছে। অন্য কোনো বিভাগে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা আটকে নেই।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর