Logo

ক্যাম্পাস

ইবিতে হিট প্রকল্পে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:১২

ইবিতে হিট প্রকল্পে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ৪ হাজার কোটি টাকার হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রকল্পে ভালো ও স্বীকৃত গবেষকদের বাদ দিয়ে কম সাইটেশনধারী ও লো প্রোফাইল শিক্ষকদের প্রজেক্ট বেছে নেয়া হয়েছে। প্রজেক্ট রিভিউ কমিটিতেও একই বিভাগের বিশেষজ্ঞ না রেখে অন্যান্য ফিল্ডের শিক্ষককে রাখা হয়েছে।

বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান বলেন, প্রায় ৪০ শতাংশ প্রজেক্ট পেয়েছে ১০০ টোটাল সাইটেশন কম গবেষক। অন্যদিকে, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষকরা বাদ পড়েছেন। প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতার অভাব, রাজনৈতিক প্রভাব ও বিচারহীনতা রয়েছে বলে অভিযোগ করেন তারা।

শিক্ষকরা দাবি করেন— বিদ্যমান সব অনিয়মপূর্ণ প্রজেক্ট বাতিল করা হোক, সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা হোক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় প্রকল্প নির্বাচন করা হোক।

জানা যায়, গত বছরের মার্চে হিট প্রকল্প পরিচালক নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মান প্রথম হলেও রাজনৈতিক কারণে মাত্র এক দিনের মাথায় তার নিয়োগ বাতিল করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর